শেষ আটে ফ্যালকাওয়ের কলম্বিয়া

আর্জেন্টিনা স্বাগতিক আর ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দক্ষিণ আমেরিকার ফুটবল-শৌর্যেরও প্রতীক এই দুটি দেশ। ফেবারিট তকমা ব্রাজিল-আর্জেন্টিনার পিঠে থাকবে, এটাই স্বাভাবিক। তবে ব্রাজিল নয়, আর্জেন্টিনার আগে এবারের কোপার শেষ আটে প্রথম জায়গা পেল কলম্বিয়া। তারা পরশু রাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে হারিয়েছে বলিভিয়াকে (২-০)।
প্রথম দুই ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা, স্বাগতিকদের পথে হেঁটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও। মেসি-রবিনহোদের তাই লড়তে হচ্ছে শেষ আটে জায়গা পাওয়া নিয়েই। যেখানে কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও সেমিফাইনাল নিয়েই ভাবতে শুরু করেছেন, ‘এগিয়ে যেতে হলে টুর্নামেন্টের যেকোনো দলকেই হারাতে হবে। আমরা নিজেদের সেভাবেই প্রস্তুত করছি।’ আবার সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন ফ্যালকাও, ‘কলম্বিয়ার সমর্থকদের শান্ত থাকতে হবে। আমরা এখনো ফাইনালে পা রাখিনি। মাত্র দ্বিতীয় রাউন্ডে উঠেছি।’
কোপা আমেরিকা আলো করার প্রতিশ্রুতি নিয়েই আর্জেন্টিনায় পা রেখেছেন ফ্যালকাও। প্রথম দুই ম্যাচে অবশ্য আলো ছড়াতে পারেননি। তবে পোর্তো তারকা জ্বলে উঠেছেন ঠিক সময়ে। প্রথমার্ধের ২৬ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন বলিভিয়াকে। যে বলিভিয়া উদ্বোধনী ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল প্রথম।
১৪ মিনিটে প্রথম গোলটি করেন অসাধারণ ফিনিশিংয়ের প্রমাণ রেখে। ২৬ মিনিটে দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে। প্রথম দুই ম্যাচে গোল না পাওয়ায় একটু সমালোচনার মুখেই পড়ে গিয়েছিলেন। এই ২ গোল সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাওলো গুয়েরেরোর পাশে বসাল ফ্যালকাওকে। এখন নিশ্চয়ই স্বস্তি বোধ করছেন কলম্বিয়ার স্ট্রাইকার।
তবে ফ্যালকাও নাকি নিজের গোল নিয়ে ভাবেনই না, ‘কে গোল করল আর কে করল না, এসব নিয়ে ভাবি না। আমাদের লক্ষ্য, দলীয়ভাবে ভালো করা। আমাদের সবার গোলই কলম্বিয়ার জয়ের জন্য। দল ভালো করাতেই খুশি আমি।’ ফ্যালকাওয়ের কণ্ঠে যেন কোচ হার্নান দারিও গোমেজের কথারই প্রতিধ্বনি। ‘গোল কে করছে, সেটা ব্যাপার নয়। আমরা দল হিসেবেই পরিচিত হতে চাই’—বলেছেন কলম্বিয়ার কোচ।
কলম্বিয়ার জয়ে খুশি পেরু, চিলি ও ভেনেজুয়েলা। কলম্বিয়া বলিভিয়াকে হারিয়ে দেওয়ায় ‘এ’ গ্রুপের তৃতীয় দল এই তিন দলের একটিকেও ছাড়িয়ে যেতে পারবে না। কারণ ওই তিনটি দলেরই পয়েন্ট ৪ করে। আর ‘এ’ গ্রুপের তৃতীয় দল এখন সর্বোচ্চ ৩ পয়েন্ট পেতে পারে। আজ ভোরে আর্জেন্টিনা-কোস্টারিকা ম্যাচের আগে ২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ছিল ২, সমান ম্যাচে কোস্টারিকার ৩।

No comments

Powered by Blogger.