আসামে ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, আহত শতাধিক

ভারতের আসাম রাজ্যে গত রোববার রাতে বিস্ফোরণে একটি যাত্রীবাহী ট্রেনের ১৩টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এটি নাশকতামূলক ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।
উত্তর প্রদেশে একই দিন দুপুরে একটি মেইল ট্রেন দুর্ঘটনায় পড়ার মাত্র আট ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে।
রোববার রাত আটটা ২০ মিনিটে আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে রঙ্গিয়া ও ঘাঘড়পাড় রেলস্টেশনের মাঝে বাতাকুশি গ্রামে রেললাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুয়াহাটি থেকে পুরীগামী এক্সপ্রেস ট্রেনটির ১৩টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি বগি উল্টে যায়। এতে ১০০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। তাঁদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরূপের জেলা প্রশাসক এস কে রাই বলেন, রেললাইনে বিস্ফোরণের পর ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয় বলে তাঁর কাছে খবর আসে।
মৃতের সংখ্যা বেড়ে ৭০: উত্তর প্রদেশে মেইল ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৮৫ জন। এর মধ্যে রেল দপ্তর ২৪৯ জনের তালিকা প্রকাশ করেছে। তবে এখনো ২৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আহতের তালিকায় পশ্চিমবঙ্গের ৬৩ জন যাত্রীর নাম রয়েছে।
গতকাল রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল জানান, ব্রেক কষার কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। এ ব্যাপারে তদন্ত চলছে।
এ দুর্ঘটনায় দুইজন সুইডিশ নাগরিকের মৃত্যু হয়েছে।

No comments

Powered by Blogger.