যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই লড়তে পারবে পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই তারা সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যেতে পারবে। কাজেই যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা কাটছাঁট করায় সন্ত্রাসবিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হবে না। গতকাল সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র গত রোববার ঘোষণা দেয়, পাকিস্তানের সেনাবাহিনীকে দেওয়া বার্ষিক সাহায্যের প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৮০ কোটি মার্কিন ডলার আটকে দেওয়া হবে।
এ ব্যাপারে মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, বাইরের কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের সম্পদ ব্যবহার করে অতীতের মতো বর্তমানেও অনেক সফল সামরিক অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।
মুখপাত্র বলেন, ‘সহায়তা কাটছাঁট করার বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কী কারণে সহায়তা কমানো হবে, তা-ও আমরা জানি না।’
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ বিল ড্যালে গত রোববার বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব জটিল। এর সুরাহা না হওয়া পর্যন্ত মার্কিন করদাতাদের যে অর্থ পাকিস্তানকে দেওয়া হয়, এর কিছুটা আমাদের আটকে রাখতে হচ্ছে। পাকিস্তান এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যার ফলে আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।

No comments

Powered by Blogger.