২০১৪ সাল পর্যন্ত টিকবে না কংগ্রেস নেতৃত্বাধীন সরকার

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লালকৃষ্ণ আদভানি বলেছেন, ২০১৪ সাল পর্যন্ত টিকবে না কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার। গত রোববার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অভিনন্দন জানান।
রোববার আদভানি শ্যামা প্রসাদ মুখার্জির ১১০তম জন্মজয়ন্তী উৎসবে যোগ দিতে কলকাতায় আসেন। শ্যামা প্রসাদ মুখার্জির বাসভবনেও যান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউপিএ (সংযুক্ত প্রগতিশীল মোর্চা) সরকারের পুরো মন্ত্রিসভাই সংকটের মধ্যে আছে। এখন যে অবস্থা চলছে, এতে ২০১৪ সাল পর্যন্ত এই সরকারের পাশে মানুষ থাকবে না। ওই সময় পর্যন্ত এই সরকার টিকবে না।
আদভানি এমন একসময় এ মন্তব্য করলেন, যখন কেন্দ্রীয় ইউপিএ সরকারের কয়েকজন মন্ত্রী দুর্নীতির কেলেঙ্কারিতে ফেঁসে পদচ্যুত হয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেও ক্ষমতাসীন কংগ্রেসর ওপর আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।
২০০৯ সালের মে মাসে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় আসে। ২০১৪ সালের মে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা।

No comments

Powered by Blogger.