প্রধানমন্ত্রী হিসেবে ফায়াদকে মানবে না হামাস

ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে মনোনীত করেছে ফাতাহ আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। তবে এর বিরোধিতা করে হামাস বলেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নতুন সরকারের প্রধানকে নির্বাচন করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে ফাতাহর কেন্দ্রীয় কমিটির একজন সদস্য গতকাল রোববার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গত রাতে (শনিবার) প্রেসিডেন্ট সদর দপ্তরে এক বৈঠকে ফিলিস্তিনি সরকারের প্রধান হিসেবে আমরা সালাম ফায়াদকে মনোনীত করেছি।’
মিসরের রাজধানী কায়রোতে আগামীকাল মঙ্গলবার ফাতাহ ও হামাসের মধ্যে অনুষ্ঠেয় বৈঠককে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সম্প্রীতি চুক্তির আওতায় পরবর্তী প্রেসিডেন্ট ও সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সমঝোতা হয়েছে।
ফাতাহ কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর শনিবার রাতেই ফাতাহ প্রতিনিধি ও সম্প্রীতি চুক্তির মধ্যস্থতাকারী আজম আল-আহমেদ বলেছেন, পরবর্তী বৈঠকেই অন্তর্বর্তী সরকারের গঠনের কাঠামো চূড়ান্ত করা উচিত। তিনি বলেন, দ্রুত সরকার গঠনের লক্ষ্যে হামাস ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
আজম আল-আহমেদ বলেন, ‘সরকার গঠনের লক্ষ্যে দুই পক্ষ মঙ্গলবার বৈঠকে বসছে। আমরা আশা করি, সরকার গঠনের জন্য এটাই হবে শেষ বৈঠক।’
সম্প্রীতি চুক্তির পর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচনে ফাতাহ ও হামাস নিজ নিজ দলের পক্ষ থেকে প্রার্থী বাছাই করে আসছিল। ফাতাহ প্রার্থী চূড়ান্ত করলেও হামাস এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে গাজা ভূ-খণ্ড থেকে কাউকে বাছাই করা হতে পারে বলে হামাসের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
সালাম ফায়াদের মনোনয়নের বিরোধিতা করে হামাসের মুখপাত্র সামি আবু জুরি বলেছেন, ফায়াদের ব্যাপারে হামাস তাদের অবস্থান আগেই ফাতাহকে জানিয়ে দিয়েছে। তিনি বলেন, সর্বশেষ বৈঠকে নতুন সরকারের প্রধান হিসেবে সালাম ফায়াদকে মনোনীত না করার বিষয়টি হামাসের পক্ষ থেকে ফাতাহকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এককভাবে নয়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নতুন সরকারের প্রধানকে নির্বাচন করতে হবে

No comments

Powered by Blogger.