ওয়েস্ট ইন্ডিজের চাওয়া—সান্ত্বনা

ঘরের মাঠে সিরিজ। প্রতিপক্ষ ভারতের দলটা বলতে গেলে দ্বিতীয় সারিরই। অনেক সিনিয়র তারকা সফরকারীদের হয়ে খেলতে আসেননি। তার পরেও ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে সিরিজের প্রথম তিন ওয়ানডে ম্যাচেই। সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় ক্যারিবীয়দের চাওয়া এখন একটাই—একটি জয় তুলে নিয়ে সান্ত্বনা খুঁজে নেওয়া।
বাংলাদেশ সময় আজ সোমবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ওয়ানডে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ যখন সান্ত্বনার জয় খুঁজছে, প্রতিপক্ষ ভারতীয় দল তখন খুঁজছে ক্যারিবীয়দের ‘লজ্জায়’ ডুবানোর পথ! আজকের ম্যাচ তো বটেই, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়ার প্রতীক্ষায় ভারত।
সফরের সব কটি ম্যাচে জয় পেলেও ভারতীয় দলে পরিবর্তন আসছে। ইঙ্গিতটা দিয়েছেন অধিনায়ক সুরেশ রায়না নিজেই। যাঁরা এখনো খেলার সুযোগ পাননি, তাঁদেরকে সুযোগ দিতে চান তিনি। সে ক্ষেত্রে মুনাফ প্যাটেল বা প্রাভিন কুমারকে বিশ্রাম দিয়ে দলে আনা হতে পারে ইশান্ত শর্মাকে। অশ্বিনকে সুযোগ করে দিতে বসিয়ে রাখা হতে পারে হরভজন সিংকেও। আর মনোজ তিওয়ারির জন্য পথ ছাড়তে হতে পারে ওপেনার শিখর ধাওয়ানকে।
ওয়েস্ট ইন্ডিজ দলে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। তৃতীয় ম্যাচের দলটাকেই ‘অপরিবর্তিত’ রেখেছেন ক্যারিবীয় নির্বাচকেরা।

No comments

Powered by Blogger.