স্পেনে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি

স্পেনের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির। ৯১ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ক্ষমতাসীন দলের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছে মধ্য ডানপন্থী দল পপুলার পার্টি (পিপি)।
গত রোববার এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো নির্বাচনে পরাজয় মেনে নিলেও আগামী জাতীয় নির্বাচন এগিয়ে আনতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি এই পরাজয়ের জন্য স্পেনে তিন বছর ধরে চলতে থাকা অর্থনৈতিক সংকটকে দায়ী করেছেন।
জাপাতেরো বলেছেন, ‘অর্থনৈতিক সংকটের কারণে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। এটা এমন একটা সংকট, যা মানুষের মনোবলকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি জানি, স্পেনের বহু মানুষ কষ্টের মধ্যে আছে। ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। কোনো সন্দেহ নেই যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের অসন্তোষ প্রকাশ করেছে।

No comments

Powered by Blogger.