চার দিন পর পুঁজিবাজারে সূচক বেড়েছে

টানা চার দিন পতনের পর দেশের পুঁজিবাজারে আজ সূচক বেড়েছে। এর পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম। তবে ডিএসইতে আজ লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৭.৯৮ পয়েন্ট বেড়ে ৫,৪৪৪.২৮ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন শুরুর সাত মিনিটের দিকে সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার গতি কিছুটা ধীর হয়ে পড়ে। প্রথম ঘণ্টা শেষে সূচক আবার বাড়লেও শেষ পর্যন্ত কিছুটা কমে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমআই সিমেন্ট, আফতাব অটো, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, বেক্সটেক্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, বিএসআরএম স্টিল ও গোল্ডেন সন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৭৯.৮৭ পয়েন্ট বেড়ে ১৫,২১১.৩৯ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৬টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয় দুই কোটি টাকা কম।

No comments

Powered by Blogger.