সিচুয়ান থেকে এক মাসে ৩০০ বৌদ্ধ ভিক্ষু আটক

চীনের সিচুয়ান প্রদেশের তিব্বতি অধ্যুষিত আবা এলাকা গত এক মাসে ৩০০ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে নির্বাসিত দুজন তিব্বতি এবং দেশটির প্রখ্যাত একজন লেখক এ তথ্য জানিয়ে বলেছেন, চীনা দমননীতির প্রতিবাদে আবা অঞ্চলের বিক্ষোভ দমনে এই ধরপাকড় চালানো হচ্ছে।
গত এপ্রিলে ৩০০ জন ভিক্ষুকে আটক করা হয়। একসঙ্গে এত ভিক্ষু আটকের ঘটনা এবারই প্রথম। আটক এসব ভিক্ষুকে কোথায় নেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাযনি।

No comments

Powered by Blogger.