থাইল্যান্ডে সাধারণ নির্বাচন ৩ জুলাই

থাইল্যান্ডে আগামী ৩ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির রাজা ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য পার্লামেন্ট বিলুপ্ত করে এক রাজকীয় অধ্যাদেশ অনুমোদন করেছেন। গতকাল সোমবার একজন সরকারি মুখপাত্র এ তথ্য জানান।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার মেয়াদ শেষ হবে এ বছরের শেষদিকে। একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত সপ্তাহে রাজা ভূমিবলের কাছে একটি রাজকীয় অধ্যাদেশ জমা দেন। গতকাল তা অনুমোদন করে পার্লামেন্ট বিলুপ্ত করেন রাজা ভূমিবল। আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে রাজার অধ্যাদেশ।
থাইল্যান্ডে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। তা ছাড়া নির্বাচনের দিন পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব পালন করবে।
২০০৮ সালে আপিসিত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। বিরোধীরা অভিযোগ করেন, তিনি সেনাবাহিনীর একজন পুতুল প্রধানমন্ত্রী।

No comments

Powered by Blogger.