আফগানিস্তানে বোমা হামলায় পাঁচজন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে একটি সরকারি ভবনের কাছে গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত ও পাঁচজন আহত হয়েছে।
প্রদেশের মুখপাত্র ফয়জুল্লাহ পাঠান এএফপিকে জানান, কারঘেই এলাকায় জেলা সরকারি ভবনের কাছে ওই হামলা চালানো হয়। এতে হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক আফগান।
এর আগে ফয়জুল্লাহ জানিয়েছিলেন, হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত দুই ব্যক্তি মারা যায়। এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
তবে ওই মুখপাত্র বলেন, আফগানিস্তানের শত্রুরাই এ হামলা চালিয়েছে।
ক্ষমতা থেকে উৎখাতের পর তালেবান জঙ্গিরা গত এক দশক আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।
দেশটিতে অন্তত এক লাখ ৩০ হাজার বিদেশি সেনা রয়েছে। তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশই মার্কিন সেনা।

No comments

Powered by Blogger.