এ বছর ওবামার পাকিস্তান সফরের সম্ভাবনা নেই

পাকিস্তানে এ বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের কোনো সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলন জানান, এ মুহূর্তে ওবামার কার্যসূচিতে পাকিস্তান সফরের বিষয়টি নেই।
গত সপ্তাহে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। এ ঘটনার পর থেকে এই দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কারণ, দেশের অভ্যন্তরে লাদেনের অবস্থানের কথা সব সময় অস্বীকার করত পাকিস্তান। এই মুহূর্তে হোয়াইট হাউস পাকিস্তানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওবামার কোনো সম্পর্ক সৃষ্টির ব্যাপারে অনিচ্ছুক। ধারণা করা হচ্ছে, দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী সংগঠনগুলো সরকার থেকে কোনো রকম সাহায্য পাচ্ছে না বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন না।
গত নভেম্বরে প্রথমবারের মতো ভারত সফরের আগে ওবামা হোয়াইট হাউসে পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে তিনি পাকিস্তান সফর করবেন। অবশ্য তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন।

No comments

Powered by Blogger.