‘আল-কায়েদার অন্তত ছয় শীর্ষনেতা পাকিস্তানে’

পাকিস্তানে আল-কায়েদার কমপক্ষে ছয়জন শীর্ষনেতা আছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা মাইক রজার্স এ কথা বলেছেন। তিনি মার্কিন কংগ্রেসের গোয়েন্দাবিষয়ক একটি কমিটির চেয়ারম্যান।
মাইক রজার্স এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের ধারণা, আল-কায়েদার শীর্ষস্থানীয় ২০ নেতার অন্তত ছয়জন পাকিস্তানের কোথাও না-কোথাও বিচরণ করছেন।’
রজার্স বলেন, মার্কিন আইনপ্রণেতারা পাকিস্তানের কাছে প্রশ্ন করতে পারেন, ওসামা বিন লাদেন কীভাবে ইসলামাবাদের কাছে অবস্থান করেছেন।
রজার্স বলেন, ‘মনে হয়, আমরা ওই প্রশ্নই করতে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘তবে আমাদের এও মনে রাখতে হবে, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই আমরা পাকিস্তানের সঙ্গে কাজ করছি। যদিও সেখানে কিছু বাজে লোক আছে।’ তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.