বিয়ের চার দিন পর কাজে যোগ দিলেন প্রিন্স উইলিয়াম

বিশ্বজুড়ে আলোচিত বিয়ের উৎসব শেষে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন ব্রিটিশ রাজপরিবারের নবদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।
গতকাল মঙ্গলবার তাঁরা ওয়েলসের অ্যাঙ্গেলসিতে নিজেদের বাড়িতে উঠেছেন এবং একই দিনে হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজে যোগ দিয়েছেন প্রিন্স উইলিয়াম। ব্রিটেনের রাজকীয় সূত্রগুলো এ খবর জানিয়েছে।
গত শুক্রবার অনুষ্ঠিত রূপকথার মতো জাঁকজমকপূর্ণ সেই বিয়ের পর রাজকীয় নবদম্পতির এ রকম গ্রামীণ দ্বীপের জীবনে ফিরে যাওয়াটা বেশ অন্য রকম মনে হয়। এ যেন অন্য পৃথিবীর গল্প, কল্পলোকের গল্প শেষে বাস্তব পৃথিবীতে প্রত্যাবর্তন।
আনুমানিক ১০ লাখ লোক লন্ডনের রাস্তায় এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ টেলিভিশনে রাজকীয় বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করে।
বিয়ের পর উইলিয়াম ও কেট দেশের ভেতরেই একটি সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় যান। গত শনিবার বিকেলে তাঁরা হেলিকপ্টারে করে বাকিংহাম প্যালেসের বাইরে ঘুরতে যান।
প্রিন্স চার্লসের কার্যালয় ক্লিয়ারেন্স হাউস বলেছে, তাঁরা সাপ্তাহিক ছুটির দিনগুলো কোথায় কাটাবেন, তা প্রকাশ করা হবে না।
জানা গেছে, মধুচন্দ্রিমা কাটাতে এই মুহূর্তে দূরে কোথাও যাবেন না এই নবদম্পতি। রাজকীয় কর্মকর্তারা এর আগে বলেছিলেন, উইলিয়াম ও কেট সিসিলি দ্বীপে মধুচন্দ্রিমা কাটাবেন। তবে মধুচন্দ্রিমার তারিখ প্রকাশ করা হয়নি।
এ ছাড়া আগামী ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত নবদম্পতি সরকারি সফরে কানাডায় কাটাবেন বলে রাজকীয় সূত্র জানিয়েছে।

No comments

Powered by Blogger.