সাগরে সমাহিত করা ইসলাম সমর্থন করে না: আল-আজহার

কাউকে সাগরে সমাহিত করার বিষয়টি ইসলাম সমর্থন করে না। গতকাল মঙ্গলবার মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সাগরে সমাহিত করা হয়েছে—মার্কিন কর্মকর্তাদের এ ঘোষণার পর আল-আজহার কর্তৃপক্ষ এ কথা বলে।
আল-আজহারের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তাইয়েবের উপদেষ্টা মাহমুদ আজাব বলেন, ‘যদি এ কথা সত্য হয় যে লাদেনের লাশটি সাগরে ফেলে দেওয়া হয়েছে, তাহলে ইসলাম এর সম্পূর্ণ বিরুদ্ধে।’
আজাব বলেন, কেউ যদি খুন হয় কিংবা প্রাকৃতিক কারণে মারা যায়, তাহলে তার লাশের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। তিনি বলেন, পানিতে ডুবে যাওয়ার মতো কোনো ঘটনা ছাড়া সব মুসলমান ব্যক্তির লাশের কবর হতে হবে।

No comments

Powered by Blogger.