এলটিটিইর আন্তর্জাতিক নেটওয়ার্ক এখনো সক্রিয়

লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) আন্তর্জাতিক নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। তারা সন্ত্রাসী সংগঠনটিকে আবারও সক্রিয় করার সুযোগ খুঁজছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়ারত্নে গতকাল শনিবার পার্লামেন্টে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জয়ারত্নে বলেন, ‘আন্তর্জাতিক নেটওয়ার্ক এখনো সক্রিয় ও তারা গোষ্ঠীটিকে সক্রিয় করার চেষ্টা করছে।’ তিনি বলেন, যারা দ্বীপরাষ্ট্রটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানাতে চায়, তারা গোষ্ঠীটিকে সক্রিয় করার চেষ্টার পেছনে রয়েছে।
জয়ারত্নে বলেন, স্থানীয়ভাবে এলটিটিইকে সক্রিয় করার চেষ্টার সন্দেহে গোষ্ঠীটির মুক্তি পাওয়া ও পুুনর্বাসিত কয়েকজন সদস্যকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
জয়ারত্নে পার্লামেন্টে জানান, ছয় হাজারেরও বেশি তামিল সদস্যকে পুনর্বাসিত ও সমাজে অঙ্গীভূত করে নেওয়া হয়েছে। তিনি জানান, মার্চে এলটিটিইর উল্লেখযোগ্য সংখ্যক সাবেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

No comments

Powered by Blogger.