গুয়াতেমালার প্রেসিডেন্টের বিবাহবিচ্ছেদ অনুমোদন

গুয়াতেমালার একটি পারিবারিক আদালত দেশটির প্রেসিডেন্ট আলভারো কোলোম ও তাঁর স্ত্রী সান্দ্রা তোরেসের বিবাহবিচ্ছেদের অনুমোদন দিয়েছেন। এর ফলে সান্দ্রার জন্য আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম হলো। নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কোনো আত্মীয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সাংবিধানিক যে নিষেধাজ্ঞা রয়েছে তা এড়াতে গত মাসে এ দম্পতি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
তৃতীয় স্ত্রী হিসেবে সান্দ্রা প্রেসিডেন্ট কোলোমের মেয়াদে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

No comments

Powered by Blogger.