বৃষ্টিতে ড্রয়ের দিন জাতীয় লিগে

তিনটি ম্যাচই ড্র। ফতুল্লা, বিকেএসপি এবং চট্টগ্রাম—কাল শেষ হওয়া জাতীয় লিগের তিন ম্যাচের কোনোটিই ফলাফল দেখেনি।
ম্যাচগুলোর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল আসলে আবহাওয়া। ফতুল্লা স্টেডিয়ামে তো চতুর্থ দিনে একটা বলও হলো না! বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বেলা ২টা ১০ মিনিটে পরিত্যক্ত হয়ে যায় ঢাকা-রাজশাহী ম্যাচের চতুর্থ দিনের খেলা।
বিকেএসপিতে আগের দিন ৬ উইকেটে করা ৮০ রানের সঙ্গে কাল আর মাত্র ৪৬ রান যোগ করেই শেষ হয়ে গেছে সিলেটের দ্বিতীয় ইনিংস। আবদুল্লাহ আল মামুন ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে ১৬৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ৫৪ রান করেছে চট্টগ্রাম। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এখানেও খেলা শুরু হয়েছে বেলা ১টার পর।
একই অবস্থা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচেও। বেলা ১২টা ১০ মিনিটে খেলা শুরু হয়ে সাড়ে ৪টাতেই শেষ। বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আগের দিন ৩ উইকেটে করা ৯২ রানটাকে ততক্ষণে খুলনা নিয়ে গেছে ৭ উইকেটে ২৫৪-তে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ১০৬ রান করে।
আগামী ৩ এপ্রিল জাতীয় লিগের পরের রাউন্ডের ম্যাচ শুরু হওয়ার কথা।

No comments

Powered by Blogger.