ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না আফ্রিদি

শিরোপা জয়ের স্বপ্নটা বাস্তবে রূপ না পেলেও বিশ্বকাপ যাত্রাটা খুব একটা খারাপ হয়নি পাকিস্তানের। অনেক বিতর্ক, বাধাবিঘ্ন অতিক্রম করে শহীদ আফ্রিদিরা যে সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছেন, এটাই অবাক করেছে অনেককে। অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই অনেক প্রশংসাও কুড়িয়েছেন আফ্রিদি। তবে এখন ক্রিকেট অঙ্গন থেকে কিছুটা দূরেই থাকতে চাচ্ছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নেবেন না বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন আফ্রিদি।
পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘শহীদ আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকবেন না। কারণ, তিনি কিছুদিন বিশ্রাম চান।’ আফ্রিদি পিসিবি সভাপতির কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বলে ওই কর্মকর্তা সূত্রে জানা গেছে।
গত বছর টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফ্রিদি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য তাঁর ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল। ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ সফরে পাকিস্তান একটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।

No comments

Powered by Blogger.