ওয়ানডে ছাড়ছেন পিটারসেন !

বিশ্বকাপের পরপরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যেতে পারেন কেভিন পিটারসেন। তবে, ওয়ানডে ক্রিকেট ছাড়লেও তিনি টেস্ট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ‘অর্থকরী’ খেলা চালিয়ে যাবেন বলে খবর বেরিয়েছে। এ খবর অস্বীকার করেছেন পিটারসেন।গতকাল শুক্রবার ব্রিটেনের সংবাদপত্র দ্যা ডেইলি মেইল পিটারসেনের বরাত দিয়ে জানিয়েছে, তিনি ওয়ানডে ক্রিকেট ছাড়তে চান, তাঁর পরিবারকে আরো বেশি সময় দেওয়ার জন্য।দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া তিরিশবছর বয়সী এই ব্যাটসম্যানের অবশ্য ওয়ানডে ফর্মটা গত দুই মৌসুম ধরেই খারাপ যাচ্ছে। এসময়ে তাঁর সাফল্য বলতে রয়েছে একটি মাত্র অর্ধ-শতক। গত দুইবছরের বাজে ফর্ম ওয়ানডেতে পিটারসেনের গড় পঞ্চাশ থেকে ৪১-এ নামিয়ে নিয়ে এসেছে।সম্প্রতি, পিটারসেন বিশ্বকাপের সময়সূচি নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়াতে চারমাসের সফর শেষে বিশ্বকাপের আগে মাত্র চারদিন পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর সময় পাবে আমরা। এমন সময়সূচিই হয়তো বিশ্বকাপে ইংল্যান্ডের ভালো না করার কারণ।
আজ শনিবার ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়বে। আগামী ১৮ ফেব্রুয়ারি দলটি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিম্যাচ খেলতে নামবে ফতুল্লায়।

No comments

Powered by Blogger.