দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত ১০৫

দক্ষিণ সুদানের গোলযোগপূর্ণ জংলেই রাজ্যে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১০৫ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর একজন মুখপাত্র গতকাল শুক্রবার এ তথ্য জানান।ফিলিপ আগুয়ের নামের ওই মুখপাত্র জানান, দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর দলত্যাগী জেনারেল জর্জ আতহোর সমর্থকেরা গত বুধবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সাউথস সুদান পিপলস লিবারেশন আর্মির (এসপিএলএ) ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গত মাসেই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। আগুয়ের জানান, শুধু ফানগাক শহরে দুই পক্ষের সংঘর্ষে সামরিক বাহিনী, এসপিএলএ, পুলিশ, কারারক্ষীসহ ২০ জন এবং বিদ্রোহী ৩০ জন নিহত হয়। এ ছাড়া নারী, শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সংঘর্ষে বেসামরিক নাগরিক, এসপিএলএর সদস্যসহ অন্তত ৯৫ জন আহত হয়। বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা অন্তত ১০৫ বলে উল্লেখ করা হয়েছে।আগুয়ের আরও জানান, বিদ্রোহীরা আকস্মিকভাবে এই হামলা চালিয়েছে। তাই হতাহতের সংখ্যা এত বেশি। হামলার ঘটনায় সবাই বিস্মিত। তিনি বলেন, ‘বিদ্রোহীদের যুদ্ধবিরতির বিষয়টি আমরা বিশ্বাস করেছিলাম।’এর আগে জানানো হয়, ফানগাক কাউন্টির ডুর অঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সুদান রেডিও সার্ভিসে জেনারেল আতহোর অভিযোগ করেন, এ ঘটনায় দক্ষিণাঞ্চলের সেনাবাহিনী দায়ী। তারাই প্রথমে হামলা চালিয়েছে। দক্ষিণ সুদানের জনবহুল রাজ্যে গত বছর গভর্নর নির্বাচনে অংশ নিয়ে হেরে যান আতহোর। তিনি অভিযোগ করেন, তাঁকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। এর পর থেকে বিদ্রোহ শুরু হয়।উল্লেখ্য, গত ৯ থেকে ১৫ জানুয়ারি দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। এতে স্বাধীনতার পক্ষে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ে। সম্প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির দক্ষিণ সুদানের স্বাধীনতা মেনে নেওয়ার ঘোষণা দেন।

No comments

Powered by Blogger.