পুনর্নির্বাচনে লড়বেন কাজাখ প্রেসিডেন্ট

কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন। গতকাল শুক্রবার ক্ষমতাসীন দল নুর ওতানের সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নজরবায়েভ বলেন, ‘আগামী নির্বাচনে কাজাখস্তানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজি হয়েছি আমি।’ আগামী ৩ এপ্রিল সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। সাংবিধানিক সংশোধনের সূত্র ধরে এর আগে একটি ডিক্রি জারির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন নজরবায়েভ। বিশ্লেষকেরা বলছেন, সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে পরবর্তী পাঁচ বছরের মেয়াদে তাঁরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

No comments

Powered by Blogger.