‘অতীত’ নিয়ে ভাবছেন না ভেট্টরি

নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফেবারিট হিসেবে কখনোই বিবেচনা করা হয় না। কিন্তু তার পরও বিশ্বকাপের গত তিনটি আসরের দুটিতেই সেমিফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কিউইরা। ১৯৯২ বিশ্বকাপেও তারা ছিল শেষ চারের লড়াইয়ে। এবারও কি তেমন কোনো চমক দেখাতে পারবে বিশ্বকাপের ডার্ক হর্সরা? সাম্প্রতিক পারফরম্যান্সের আলোকে বিচার করলে অনেকেই হয়তো এমন ভাবনা মনে আনতে চাইবেন না। তবে ড্যানিয়েল ভেট্টরির পরিকল্পনা কিন্তু সেরকমই। অতীত নিয়ে খুব বেশি আক্ষেপ নয়, বরং ভুল শুধরে নিয়ে সামনের দিকে তাকাতেই বেশি আগ্রহী কিউই অধিনায়ক। আর উপমহাদেশের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে সাফল্যের ক্ষেত্রে নতুন কোচ জন রাইট অনেকখানি সহায়তা করতে পারবে বলেই বিশ্বাস ভেট্টরির।কিছুদিন আগেই বাংলাদেশ, ভারত সফরে এসে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরে যেতে হয়েছিল নিউজিল্যান্ডকে। দেশের মাটিতে পাকিস্তানের কাছেও সিরিজটা হেরে গেছে ৩-২ ব্যবধানে। তবে এখন আর সেই গ্লানির বোঝা না টেনে বিশ্বকাপে ভালো করার দিকেই বেশি মনোযোগ দিতে চাচ্ছেন ভেট্টরি। তিনি বলেছেন, ‘আমি সবসময়ই মনে করি যে, অতীত অতীতই। আগে যা ঘটে গেছে, তা নিয়ে এখন খুব বেশি কিছু করার নেই। তবে আশা করছি, আগের ওই ব্যর্থতাগুলো থেকে আমরা ভুলগুলো শুধরে নিতে পারব। আর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়টা আমাদের কিছুটা আত্মবিশ্বাস এনে দেবে।’
বাংলাদেশ আর ভারত সফরে নাকাল হয়ে দেশে ফেরার পর অনেক কিছুরই পরিবর্তন করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটে। মার্ক গ্রেটব্যাচের জায়গায় নতুন কোচ হিসেবে এসেছেন জন রাইট। বেশ কিছুদিন ভারতের কোচ হিসেবে কাজ করার সুবাদে উপমহাদেশের কন্ডিশনটাও বেশ ভালো মতোই জানা আছে রাইটের। এটাকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশনের ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ভেট্টরি। তিনি বলেছেন, ‘উপমহাদেশের উইকেট, কন্ডিশন সম্পর্কে রাইটের একটা ভালো ধারণা আছে। আমার দৃঢ় বিশ্বাস, তাঁর এই অভিজ্ঞতাগুলো থেকে আমরা অনেক সুবিধা পাব।

No comments

Powered by Blogger.