দার্জিলিংয়ে বন্ধ্ চলছেই

পুলিশের সঙ্গে সংঘর্ষে জনমুক্তি মোর্চার দুজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় গতকাল শুক্রবারও বন্ধ্ পালিত হযেছে।এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ‘পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটি’ গতকাল ২৪ ঘণ্টার বন্ধ্ কর্মসূচি পালন করে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
অনির্দিষ্টকালের বন্ধ্ অব্যাহত থাকায় দার্জিলিংয়ে বেড়াতে আসা দেশি-বিদেশি বহু সংখ্যক পর্যটক দুর্ভোগ পোহায়। পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী মানব মুখোপাধ্যায় পর্যটকদের আপাতত দার্জিলিং ও ডুয়ার্সে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
গত মঙ্গলবার সকালে জেলার ডুয়ার্সের সিবচুতে পুলিশ ও জনমুক্তি মোর্চার কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে ওই দিন থেকেই দার্জিলিং ও ডুয়ার্সে অনির্দিষ্টকালের বন্ধ্ ডাকা হয়।

No comments

Powered by Blogger.