পাকিস্তানে ২২ জনের মন্ত্রিসভা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শুক্রবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। মন্ত্রিসভার আকার অর্ধেকেরও বেশি কমিয়ে আনা হয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্য ২২ জন। যেখানে আগের মন্ত্রিসভায় ছিলেন ৫৪ জন।
সরকারি ব্যয় হ্রাস এবং বিরোধীদের দাবিতেই মন্ত্রিসভার আকার ছোট করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী গিলানি।পাকিস্তানের আগের মন্ত্রিসভা ছিল বিশ্বের অন্যতম বড় মন্ত্রিসভা। সরকারি ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল বিশাল আকারের ওই মন্ত্রিসভা। বিশেষ করে দেশটির অর্থনীতি যখন আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভর।আশা করা হচ্ছে, অর্থমন্ত্রী হাফিজ শেখ নিজ পদেই বহাল থাকবেন। এতে করে আন্তর্জাতিক দাতা সংস্থার সঙ্গে পাকিস্তানের দেনদরবারে ধারাবাহিকতা থাকবে।এ ছাড়া মন্ত্রী হিসেবে নতুন পাঁচজনের নাম ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গিলানি। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.