মালয়েশিয়ায় সোমালি জলদস্যুদের বিচার শুরু

মালয়েশিয়ার আদালতে সোমালিয়ার সাত জলসদ্যুর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কয়েকজন জলদস্যুকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এশিয়ার কোনো দেশে এই প্রথম সোমালি জলদস্যুদের বিচারপ্রক্রিয়া শুরু হলো।
কুয়ালালামপুরের একটি আদালতে গতকাল জলদস্যুদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে এ সময় জলদস্যুদের কেউই আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেনি।সরকারপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আবা জাফরি জানান, বিচারের সম্মুখীন জলদস্যুদের মধ্যে তিনজনের বয়স ১৫ বছরের মধ্যে। গত জানুয়ারি মাসে মালয়েশিয়ায় একটি ট্যাঙ্কার ছিনতাইকালে তাদের আটক করা হয়। জাফরি বলেন, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিন জলদস্যুর সর্বোচ্চ শাস্তি না-ও হতে পারে।

No comments

Powered by Blogger.