ইয়েমেনে ছাত্রদের সঙ্গে প্রেসিডেন্ট সমর্থকদের সংঘর্ষ

ইয়েমেনে গতকাল মঙ্গলবার সানা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে প্রেসিডেন্টের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়। প্রেসিডেন্টের সমর্থকেরা ছোরা ও লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের হামলা করলে অস্ত্রধারী ছাত্ররাও পাল্টা হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সানা বিশ্ববিদ্যালয়ের কাছে আল হুরিয়া চত্বরে গতকাল সকালে প্রায় চার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। তারা প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে মিছিল বের করলে ছোরা ও লাঠিসোটা নিয়ে প্রেসিডেন্টের সমর্থকেরা ঝাঁপিয়ে পড়ে। এ সময় সংঘর্ষে তিনজন ছাত্র ও দুজন সালেহর সমর্থক আহত হয়। এদিন দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের পার্শ্ববর্তী এলাকার রাস্তাঘাটেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এর মধ্যে শেখ ওসমান, আল-তাওয়াহি ও মুয়াল্লায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দেশটির উত্তরাঞ্চলের উপজাতি-অধ্যুষিত সাদাহ অঞ্চলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছে।

No comments

Powered by Blogger.