ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অ্যারোর সফল পরীক্ষা

ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা ‘অ্যারোর’ সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরীক্ষায় অ্যারো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার এ পরীক্ষা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অ্যারো সফলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে তার পথ অনুসরণ করে গেছে। একই সঙ্গে এ ব্যাপারে সব তথ্য ‘সাইট্রন ট্রি’ যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জানিয়েছে।
দুই দশক আগে ব্যয়বহুল অ্যারো প্রকল্প হাতে নেওয়া হয়। মূলত ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়।

No comments

Powered by Blogger.