তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টেলিযোগাযোগ খাতের দুর্নীতির অভিযোগ তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। গতকাল লোকসভার চলতি অধিবেশনের প্রথম কার্যদিবসে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। মনমোহন জানান, যৌথ পার্লামেন্টারি কমিটি শিগগিরই কাজ শুরু করবে। চলতি মাসের শেষ নাগাদ পার্লামেন্টে জাতীয় বাজেট উপস্থাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে তিনি এ ঘোষণা দিলেন।
দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে এই কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলো। পার্লামেন্টে এ দাবিকে ঘিরে গত শীতকালীন অধিবেশনে অচলাবস্থা বিরাজ করে। এর আগে গত রোববার বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে সরকার এ দাবি মেনে নেয়।
২০০৮ সালে দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী এ রাজাকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.