গোয়েন্দা সংস্থা চালু করছে জাপান

বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গোয়েন্দা সার্ভিস চালু করতে যাচ্ছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর আদলে এর কার্যক্রম পরিচালিত হবে। উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন গোপন তারবার্তার বরাত দিয়ে গত সোমবার অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পত্রিকাটি জানায়, চীন ও উত্তর কোরিয়ার ওপর গোয়েন্দাগিরির পাশাপাশি নতুন ওই গোয়েন্দা ইউনিট দেশটিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় তথ্য সংগ্রহ করবে। জাপানের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা কেবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিসের (নাইকো) অধীনে এ গোয়েন্দা ইউনিটটি প্রতিষ্ঠিত হয়েছে।

No comments

Powered by Blogger.