সংশোধনের উদ্যোগের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট পালিত

পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার আইন সংশোধনের উদ্যোগের প্রতিবাদে গতকাল শুক্রবার সারা দেশে ধর্মঘট পালিত হয়েছে। দেশটির বিদ্যমান আইনে এ জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এতে ইসলামি চরমপন্থীরা উৎসাহিত হচ্ছে।
গত নভেম্বরে আসিয়া বিবি নামের এক খ্রিষ্টান নারীর মৃত্যুদণ্ডাদেশকে কেন্দ্র করে এই আইন নিয়ে বিতর্ক শুরু হয়। রক্ষণশীল দলগুলো আইনের সংশোধনী ঠেকাতে দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেয়। গত সপ্তাহে দেশের বড় বড় শহরে হাজার হাজার লোকের সমাবেশের প্রেক্ষাপটে ধর্মঘটের ডাক দেওয়া হয়। গতকাল ধর্মঘট চলাকালে করাচি, লাহোর, পেশোয়ার, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বাজার ও দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যানবাহন দেখা যায়নি।
পাকিস্তানের উপতথ্যমন্ত্রী সামসাম বোখারি বলেন, বিতর্কিত আইনটি সংশোধনের কোনো ইচ্ছা সরকারের নেই; তা সত্ত্বেও ধর্মঘট করা হয়।
সাংবাদিকেরা জানান, প্রভাবশালী মুসলিম গোষ্ঠী সুন্নি ইত্তেহাদ পরিষদের চেয়ারম্যান সাহেবজাদা ফজল করিম বলেন, ‘সরকার যদি আইনের কোনো সংশোধন করে, তবে আমরা অসহযোগ আন্দোলন শুরু করব।

No comments

Powered by Blogger.