২০২৫ সালের মধ্যে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত

২০২৫ সালের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। আদমশুমারির কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো তাদের প্রতিবেদনে এ কথা বলেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় ভারতের পাশাপাশি চলে আসবে পাকিস্তান ও বাংলাদেশ। বিশ্বের প্রথম ১০টি জনবহুল দেশের মধ্যে থাকবে দেশ দুটি।
সংস্থাটির বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, চীনের জনসংখ্যা এখন ১৩৩ কোটি। ভারতের জনসংখ্যা ১১৭ কোটি ৩০ লাখ। ২০২৫ সালের মধ্যে ভারতের সম্ভাব্য জনসংখ্যা হবে ১৩৯ কোটি ৬০ লাখ। চীনের হবে ১৩৯ কোটি ৪০ লাখ। ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। তখন দেশটির জনসংখ্যা ১৬৫ কোটি ৬০ লাখে পৌঁছাবে। বর্তমান হার অনুযায়ী চীনের জনসংখ্যা তখন ১৩০ কোটি ৩০ লাখে নেমে আসবে।

No comments

Powered by Blogger.