নেপালের শান্তিপ্রক্রিয়া জটিল আকার ধারণ করেছে: মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, নেপালের শান্তিপ্রক্রিয়া বর্তমানে জটিল আকার ধারণ করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে তিনি এ মত ব্যক্ত করেছেন। নেপাল থেকে জাতিসংঘের মিশন গুটিয়ে নেওয়ার মাত্র দুই সপ্তাহ আগে তিনি এ মত ব্যক্ত করলেন।চার বছর আগে দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হওয়ার পর শুরু হওয়া শান্তিপ্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারণে শান্তিপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ফলে নেপালি জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।মুন বলেন, গৃহযুদ্ধ শেষ হওয়ার পর ২০০৬ সালে সমন্বিত শান্তিচুক্তি স্বাক্ষর করা হয়। তারপর বেশ কিছু অগ্রগতি সাধিত হয়। তবে এখনো মূল কাজটিই বাকি রয়ে গেছে। যেমন নতুন জাতীয় সংবিধানের খসড়া প্রণয়ন এবং কয়েক হাজার সাবেক মাওবাদী যোদ্ধাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কাজটি আজও সম্পন্ন হয়নি।১৫ জানুয়ারি নেপালে অবস্থিত জাতিসংঘের শান্তি মিশন গুটিয়ে নেওয়ার প্রস্তুতি চলাকালে মুন এসব মত ব্যক্ত করলেন। তিনি আরও বলেন, নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ছয় মাস ধরে দেশটিতে সরকারপদ্ধতি অকার্যকর রয়েছে। এ অচলাবস্থার কারণে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে।

No comments

Powered by Blogger.