দলীয় প্রধানের পদ ছাড়লেন আইরিশ প্রধানমন্ত্রী কোয়েন

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন দলীয় প্রধানের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন। তবে ক্ষমতাসীন ফিয়ানো ফল পার্টি থেকে পদত্যাগ করলেও আগামী ১১ মার্চের সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।পদত্যাগের পর কোয়েন জানান, আগামী সাধারণ নির্বাচনে তিনি নিজের জন্য নয়, দলের জন্যই কাজ করবেন। কিছুদিন আগে কোয়েন মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেন। এর পর থেকেই তাঁর নেতৃত্ব নিয়ে দলে অসন্তোষ শুরু হয়। কোয়েনকে দলীয় প্রধানের পদ থেকে অপসারণের জন্য দলের অনেক নেতা জোর চেষ্টা শুরু করেন। কিন্তু দলীয় নেতাদের ভোটাভুটিতে তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন করা হলে সে যাত্রায় তিনি টিকে যান।
দলীয় প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার পরও প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকায় বিরোধী দলের নেতারা তাঁর সমালোচনা করেছেন।এদিকে কোয়েনের পদত্যাগের পর দলের হাল কে ধরবেন, সে ব্যাপারে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন, অর্থমন্ত্রী ব্রায়ান লেনিহ্যান, প্রতিরক্ষামন্ত্রী ইমন ও কুইভ এবং বাণিজ্যমন্ত্রী মেরি হ্যানিফিন দলীয় প্রধানের পদটির জন্য চেষ্টা করে যাচ্ছেন।

No comments

Powered by Blogger.