ফেদেরারের সেই ব্যাকহ্যান্ডই এখন

টেনিসের অনুসারীদের কথাটা বিশ্বাস করতে কষ্ট হবে। রজার ফেদেরারের ব্যাকহ্যান্ড শটকে টেনিস ইতিহাসেরই অন্যতম সেরা মনে করা হয়। অথচ একসময় নাকি ব্যাকহ্যান্ড একদমই করতে পারতেন না ফেদেরার! গ্র্যান্ড স্লামে টানা সবচেয়ে বেশিবার কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড ছোঁয়ার পর ফেদেরার ফিরে তাকিয়েছেন শুরুর দিনগুলোয়। সেই স্মৃতিচারণাতেই উঠে এসেছে ‘ব্যাকহ্যান্ড কাহিনি’, ‘একসময় আমার ব্যাকহ্যান্ড ছিল ভয়াবহ। এই দুর্বলতা ঢাকতে আমাকে নানা পথ বের করতে হতো। ফোরহ্যান্ড বেশি খেলতাম যাতে প্রতিপক্ষ আমাকে ব্যাকহ্যান্ড করাতে না পারে। ব্যাকহ্যান্ডে আমি জোরই পেতাম না। ১২ বছর বয়সে একবার দুই হাতে ব্যাকহ্যান্ড করার অনুশীলন করেছিলাম। কিন্তু এতে বুক, কবজি সব ব্যথা হয়ে গিয়েছিল। আস্তে আস্তে শক্তি বাড়ল, সার্ভ আরও ভালো হলো। ধীরে ধীরে ব্যাকহ্যান্ডেরও উন্নতি হলো। এখন তো সব পারি।’
সত্যিকারের চ্যাম্পিয়নরা এমনই নয়। একটা না একটা উপায় ঠিকই বেরই করে ফেলেন!

No comments

Powered by Blogger.