পাটের বহুমুখী ব্যবহার বিষয়ে পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

পাটের বহুমুখী ব্যবহার বিষয়ে পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি শুরু হয়েছে।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সহযোগিতায় দারিদ্র্য কল্যাণ সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। শহরের ইসলামবাগে দারিদ্র্য কল্যাণ সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর নির্বাহী পরিচালক মো. শাহজালাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেডিপিসির রংপুর কেন্দ্রের কর্মকর্তা মো. মাজিদুর রহমান ভূঁইয়া ও সাংবাদিক শহীদুল ইসলাম বক্তব্য দেন।
প্রশিক্ষণে ২০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। তাঁদের পাট থেকে দৈনন্দিন ব্যবহারোপযোগী বিভিন্ন পণ্যসামগ্রী তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
জেডিপিসির প্রশিক্ষক মো. শামীম আহমেদ কর্মসূচিটি পরিচালনা করছেন।

No comments

Powered by Blogger.