ব্রিটিশ অভিনেত্রী সুজানা ইয়র্ক মারা গেছেন

ব্রিটিশ অভিনেত্রী সুজানা ইয়র্ক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারের খ্যাতিমান এই তারকা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর ছেলে অরল্যান্দো ওয়েলস এ তথ্য জানিয়েছেন।
সুসানা ইয়র্ক ষাটের দশকে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য জনপ্রিয়তা লাভ করেন। সেই সঙ্গে ছিনিয়ে নেন একাধিক গৌরবময় পুরস্কার।
দে সুট হরসেস, ডোন্ট দে? চলচ্চিত্রে পার্শ্ব-অভিনেত্রীর ভূমিকায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন লাভ করেন। একই চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিলম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার ছিনিয়ে নেন। টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অরল্যান্দো বলেন, তাঁর মা ছিলেন অত্যন্ত চমৎকার মানুষ। স্বভাবে অনেকটা ঘুরকোনো ছিলেন তিনি। ছুটির দিনের রোস্ট রান্না করতে ভালো বাসতেন। শীতের বিকেলগুলোয় আগুনের পাশে বসে সময় কাটাতেও ভালোবাসতেন তিনি। মায়ের জন্য গর্ববোধ করেন অরল্যান্দো। এমন একজন মা পেয়ে অরল্যান্দো ও তাঁর বোন সাশা নিজেদের ভাগ্যবান মনে করেন।

No comments

Powered by Blogger.