কংগ্রেস-তৃণমূল আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী মে মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন এপ্র্রিলে এগিয়ে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের নেতা প্রণব মুখোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা শুরু করেছেন। শনিবার কলকাতা বিমানবন্দরের সেরিমনিয়াল লাউঞ্জে প্রণব মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় এ লক্ষ্যে বৈঠকে বসেন। দুই নেতা বৈঠকের ব্যাপারে কোনো কথা না বললেও তাঁদের ঘনিষ্ঠ সূত্র সাংবাদিকদের জানায়, তিন-চারটি বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। শিগগির আবার দুজন আলোচনায় বসবেন। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে দুই দলই মরিয়া বলে জানা গেছে। তাই রাজ্য নেতাদের সঙ্গে কোনো রকম আলোচনায় না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেই আলোচনা শুরু করেছেন। রাজ্য কংগ্রেসের একটা অংশ এখনো মনে করে, সম্মান বিসর্জন দিয়ে কোনো রকম সমঝোতায় যাওয়া ঠিক হবে না। আবার আর একটি অংশ মনে করছে, পশ্চিমবঙ্গ থেকে বামদের হটানোর এই সুযোগ কাজে লাগাতে জোটে যাওয়াই উচিত।

No comments

Powered by Blogger.