ইরানের পরমাণুু বোমা তৈরি রুখতে ইসরায়েলের কম্পিউটার ভাইরাস

ইরানের পরমাণু বোমা তৈরির চেষ্টা রুখতে একটি ভয়ংকর কম্পিউটার ভাইরাস তৈরি করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। স্টুক্সনেট নামের এই ভাইরাস ইরানের পরমাণু প্রকল্পের কম্পিউটারে আঘাত হেনে তাদের তথ্য ধ্বংস করে দেবে। নিউইয়র্ক টাইমস পত্রিকা গতকাল রোববার এ কথা জানিয়েছে।গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইরানের কম্পিউটারে হামলা চালিয়ে ভাইরাসটির কার্যকারিতা পরীক্ষা করে দেখেছে ইসরায়েল। গত নভেম্বরে ইরানের পরমাণু প্রকল্পের পঞ্চম সেন্ট্রিফিউজটি বন্ধের পেছনে ওই ভাইরাসের আক্রমণই দায়ী বলে দৃশ্যত মনে হচ্ছে। এতে করে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে ইরানের বিলম্ব হবে।ইসরায়েলের নেগাভ মরুভূমিতে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প নেগাভ পরমাণু গবেষণাকেন্দ্রে স্টুক্সনেট ভাইরাসের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ ও কর্মকর্তারা জানিয়েছেন, স্টুক্সনেট ভাইরাস সৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ প্রকল্প। আর এ কাজে সহযোগিতা করছে যুক্তরাজ্য ও জার্মানি।গত নভেম্বরে ইরানের কম্পিউটারে আঘাত হানে স্টুক্সনেট ভাইরাস। এর পেছনে ইসরায়েলের হাত ছিল বলে সবাই অনুমান করে। এ ছাড়া নভেম্বর ও জানুয়ারিতে ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ জন্য ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে।
ইরান সম্প্রতি জানিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং এ ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে।

No comments

Powered by Blogger.