ইরানের ভূখণ্ড দিয়ে আফগানিস্তানে তেল সরবরাহে নিষেধাজ্ঞা

ইরান তাদের ভূখণ্ডের ওপর দিয়ে আফগানিস্তানে তেলবাহী ট্যাংকার অতিক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্লেষকেরা বলছেন, ওই তেল আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীকে সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরান এই নিষেধাজ্ঞা আরোপ করে থাকতে পারে।ইরান-আফগান সীমান্তে প্রায় দুই হাজার তেলবাহী ট্যাংকার আটকে আছে। আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্তের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। এতে জনগণ আরও দুর্ভোগের মুখে পড়েছে।তবে ন্যাটো জোর দিয়ে বলেছে, ইরানের ভেতর দিয়ে যেসব জ্বালানি আসে, তা তারা ব্যবহার করে না। আর ইরানের ওই সিদ্ধান্ত তাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আফগানিস্তানের উপ-বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইরান গত ডিসেম্বর মাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের ট্যাংকার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি আরও বলেন, ইরানের ধারণা, এই তেল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে অভিযানকালে ব্যবহার করে থাকে।

No comments

Powered by Blogger.