দক্ষিণ সুদানে গোষ্ঠীগত সহিংসতায় নিহত ৫১, আহত ২২

দক্ষিণ সুদানের উপজাতি অধ্যুষিত জংলেই প্রদেশে সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের রাজধানী জুবায় সরিয়ে নেয়া হয়েছে। প্রাদেশিক গভর্নর কুওল ম্যানিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতার জেরে এ ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ওদিকে হামলাকারীরা হত্যাকাণ্ড ঘটানোর পর সম্পূর্ণ গ্রামটি আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মুরলে গোষ্ঠী তাদের প্রতিদ্বন্দ্বী ডিনকা গোষ্ঠীর ওপর এ প্রতিশোধমূলক হামলা পরিচালনা করে। গত মাসে পিবো শহরের কাছে

No comments

Powered by Blogger.