তামিলদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব রাজাপক্ষের

শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল জাতিগোষ্ঠীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।
গত শুক্রবার কলম্বোয় অবস্থিত রাজাপক্ষের সরকারি বাসভবনে বিদেশি সংবাদদাতাদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তামিল জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা মোচনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার দুই বছর পর রাজাপক্ষে এ প্রস্তাব দিলেন।রাজাপক্ষে বলেন, ‘কেন্দ্রের ক্ষমতা ভাগাভাগি করার জন্য আমি প্রস্তুত।’ আঞ্চলিক স্বায়ত্তশাসনের চেয়ে কেন্দ্রের ক্ষমতা ভাগাভাগি করাটা বেশি কার্যকর উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই তামিল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে এ ব্যাপারে সমঝোতাপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছি।’রাজাপক্ষে আরও বলেন, ‘আমি চাই না দেশটিতে আবার বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ শুরু হোক। দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের তামিল-অধ্যুষিত অঞ্চলে ক্ষমতা ভাগাভাগির জন্য ১৯৮৭ সালে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটিকে আরও যুগোপযোগী করার জন্য আমি প্রস্তুত।’১৯৮৭ সালের ওই পরিকল্পনায় তামিল-অধ্যুষিত এলাকায় আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল। সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে ওই পরিকল্পনা নেওয়া হলেও আজও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি।রাজাপক্ষে সংবিধানের ওই বিকেন্দ্রীকরণের ধারাটিকে আরও যুগোপযোগী করার আগ্রহের কথা জানিয়ে বলেন, তিনি চান জাতীয় পার্লামেন্টে তামিলদের বড় ধরনের প্রতিনিধিত্ব থাকুক।

No comments

Powered by Blogger.