পথ দেখালেন সেই ভেট্টোরি

দারুণ একটা দিন কাটানোর পরও পরশু মিসবাহ-উল হকের রাতটি নির্ঘুম গিয়েছিল কি না, কে জানে! রেকর্ড মাথায় থাকলে পাকিস্তান অধিনায়কের দুশ্চিন্তা হওয়ারই কথা। রেকর্ড বলছে, ড্যানিয়েল ভেট্টোরির প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান। ছয় টেস্ট সেঞ্চুরির অর্ধেকই পাকিস্তানের বিপক্ষে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটিও পেয়েছিলেন এই পাকিস্তানের বিপক্ষেই।
৩৮ রানে অপরাজিত থেকে আগের দিন শেষ করা ভেট্টোরি সত্যি সত্যিই পাকিস্তানের গলার কাঁটা হয়ে গেলেন কাল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬৬ বলে করলেন ১১০। আগের দিনের সঙ্গী রিস ইয়াংও ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে দাঁড় করিয়েছেন ৩৫৬ রানে। জবাবে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। হাতে ৮ উইকেট, পিছিয়ে তারা ২২২ রানে।
প্রথম দিন নিউজিল্যান্ড উদ্ধার হয়েছিল ইয়াং-ভেট্টোরি ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে। কাল লাঞ্চের খানিক আগে তানভির আহমেদের শিকার হয়ে ইয়াংয়ের ফেরার আগে জুটিতে যোগ হয় আরও ৭২ রান। পরে সঙ্গী হিসেবে আর কাউকেই বেশিক্ষণ পাননি ভেট্টোরি। তবে নিজে স্ট্রাইক পেয়েই রান বাড়িয়ে নিয়েছেন। পেয়েছেন প্রাপ্য সেঞ্চুরিটাও। আটে নেমে চারটি সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়লেন। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি কামরান আকমলের।
কামরান এই দলে নেই। তাঁর বদলে উইকেটের পেছনে ছোট ভাই আদনান। প্রথম দিন ছয় ব্যাটম্যানের পাঁচজনই তাঁর গ্লাভসে প্রাণ দিয়েছিলেন বলে একটা সম্ভাবনা জেগেছিল সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছোঁয়ার। কাল আরেকটি ক্যাচ নিয়েছেনও। কিন্তু বিশ্ব রেকর্ড ছোঁয়া হয়নি। সাত ডিসমিসালের (সাতটিই ক্যাচ) বিশ্ব রেকর্ডটি অবশ্য ভাগাভাগি করছেন চার উইকেটকিপার।
বল হাতে নিউজিল্যান্ডের শুরুটা ভালোই হয়েছিল। দ্বিতীয় ওভারেই ফিরে যান রান-খরায় ভুগতে থাকা মোহাম্মদ হাফিজ। যদিও আম্পায়ারের সিদ্ধান্তটি ছিল প্রশ্নবিদ্ধ। তবে পাকিস্তান দ্রুতই এই ধাক্কা সামলে ওঠে দ্বিতীয় উইকেটে তৌফিক উমর ও আজহার আলীর ১৩২ রানের জুটিতে।
সাত বছর পর প্রথম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনাও দেখছিলেন তৌফিক। কিন্তু দিনের শেষ বলে আউট হয়ে ফিরেছেন। ৬২ রানে অপরাজিত আজহার আজ আবার নামবেন প্রথম সেঞ্চুরির স্বপ্ন নিয়ে।

No comments

Powered by Blogger.