তেলের ব্যারেল ১০০ ডলার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলার ছুঁই ছুঁই করছে। গত শুক্রবার প্রতি ব্যারেল ৯৯ ডলার ২০ সেন্ট মূল্যে বিক্রি হয়েছে। গত দুই বছরে এটাই তেলের সর্বোচ্চ মূল্য।বাজার বিশ্লেষক মাইকেল হিউসন জানান, সম্প্রতি যে হারে তেলের দাম বাড়ছে, তাতে শিগগিরই ব্যারেলপ্রতি তেলে দাম ১০০ ডলার ছুঁয়ে যেতে পারে। সম্প্রতি ইউরোপজুড়ে তীব্র শীতের কারণে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়াকে তেলের মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন তিনি। এ ছাড়া ট্রান্স-আলাস্কান পাইপ লাইনে ছিদ্রের কারণে তা বন্ধ করে দেওয়ায় সপ্তাহজুড়ে অশোধিত তেলের জোগান কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মজুদ-ঘাটতিও এ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।শুধু অপরিশোধিত তেলই নয়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভুট্টা, কফি ও সয়াবিনের দাম রেকর্ড হারে বেড়েছে

No comments

Powered by Blogger.