মনিরামপুরে এবার তুলার বাম্পার ফলন হয়েছে

যশোর জেলার মনিরামপুরের আবহাওয়া, প্রকৃতি ও জমির উর্বরতা তুলা চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় দিন দিন এখানে তুলার আবাদ বেড়ে চলেছে।
বিশেষ করে, তুলার বাজারদর বর্তমানে বাড়ায় এবং বহুমুখী ব্যবহারের সুযোগ থাকায় এই এলাকার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে তুলা চাষের দিকেই বেশি ঝুঁকে পড়েছেন।
তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মনিরামপুর উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকেরা এবার বাম্পার ফলন পেয়েছেন। ইতিমধ্যে অনেক চাষি জমি থেকে তুলা সংগ্রহ করতে শুরু করেছেন।

No comments

Powered by Blogger.