মেক্সিকোতে ২৭ লাশ উদ্ধার

মেক্সিকোর অ্যাকাপালকো শহর থেকে গত শনিবার ২৭টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি বিপণিবিতানের কাছ থেকে ১৫টি লাশ উদ্ধার করা হয়। এসব লাশের ১৪টিরই মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার সকালে বিপণিবিতানের কাছ থেকে উদ্ধার করা ১৫টি লাশের সঙ্গে একটি চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা মাদকচক্রের নেতা জোয়াকিন ‘সর্টে’ গুজম্যানের স্বাক্ষর রয়েছে। গুজম্যান সিনালোয়া অঞ্চলের মাদকচক্রের নেতা। তিনি ওই অঞ্চলে অন্যান্য মাদকচক্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছেন। পুলিশ আরও জানায়, মেরে ফেলার আগে তাদের মারাত্মকভাবে পেটানো হয়েছে। পরে দা-জাতীয় ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়।
শনিবারই শহরের বিভিন্ন স্থান থেকে আরও অন্তত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাদকচক্রের বিচ্ছিন্ন লড়াইয়ে এই ১২ জন নিহত হয়।

No comments

Powered by Blogger.