চেজারের ভান্ডারে এক হাজারেরও বেশি শব্দ

অন্য যেকোনো কুকুরের চেয়ে চেজার নামের বর্ডার কোলি প্রজাতির এই কুকুরের শব্দভান্ডার অনেক বেশি সমৃদ্ধ। চেজারের শব্দভান্ডারে রয়েছে এক হাজারেরও বেশি শব্দ।এর আগের রেকর্ডটি ছিল রিকো নামের অপর একটি বর্ডার কোলির দখলে। ওই কুকুরটির শব্দভান্ডারে ছিল ২০০টি শব্দ। জার্মান গবেষকেরা রিকোর এই সক্ষমতা আবিষ্কার করেন। ২০০৪ সালে জার্নাল সায়েন্স-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে রিকোর ওই কৃতিত্বের কথা প্রকাশিত হয়।সাউথ ক্যারোলিনার উফোর্ড কলেজে তিন বছরের প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চেজারকে এক হাজার ২২টি খেলনার নাম শেখানো হয়। চেজারের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন অধ্যাপক মনোবিদ অ্যালিস্টন রিড ও জন পিলে।জার্মান গবেষকদের গবেষণা প্রতিবেদন দেখার পর একটি কুকুরের শেখার সর্বোচ্চ সীমা সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হন ওই দুই মার্কিন অধ্যাপক। তবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী বাজারিগারের (টিয়া-জাতীয় অস্ট্রেলীয় পাখি) চেয়ে অনেক পিছিয়ে আছে কুকুরটি। ‘পাক’ নামের ওই পাখিটির শব্দভান্ডার এক হাজার ৭২৮টি শব্দে সমৃদ্ধ।
চেজার এক হাজার ২২টি খেলনার নাম জানে। অথচ খেলনার নাম মনে রাখার জন্য তার মালিককে অনেক খেলনার নাম লিখে রাখতে হয়।রিড বলেন, চেজার হয়তো আরও বেশি শব্দ আয়ত্তে আনতে সক্ষম।

No comments

Powered by Blogger.