সুন্দরবনের গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা হচ্ছে

খুলনা জেলার দাকোপ উপজেলার বন লাউডোব গ্রামের জনগণের জন্য শিগগির প্রাত্যহিক গৃহস্থালীর কাজে ব্যবহার্য ও পানের নিরাপদ পানির ব্যবস্থা করা হচ্ছে।
এই গ্রামের ২২৫টি পরিবারের প্রায় দুই হাজার মানুষ দীর্ঘদিন ধরে গৃহস্থালীর কাজে ও পানের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে চারটি পুকুর পুনঃ খনন করা হবে।
ব্যাংক আল ফালাহ্ ও গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) উদ্যোগটি নিয়েছে। এ ব্যাপারে স্থানীয় এক হোটেলে গতকাল রোববার এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে।
ব্যাংক আল ফালাহ্র বাংলাদেশ প্রধান এস এ এ মাসরুর, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং গ্রিন ওয়ার্ল্ডের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান এবং এমআরডিআইয়ের অনুসন্ধান টিমের সদস্য খসরু চৌধুরী উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.