ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন দিলমা

নতুন বছরের শুরুতে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাচ্ছেন দিলমা রোসেফ। গতকাল শনিবারই তাঁর দায়িত্ব নেওয়ার কথা। দিলমার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে দেশটির জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মেয়াদ শেষ হবে।শনিবার স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে প্রেসিডেন্ট হিসেবে দিলমার দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই ভাষণে দেশ পরিচালনার দিকনির্দেশনা থাকবে।৬৩ বছর বয়সী দিলমা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালন করবেন। এর আগে দিলমা বলেন, তিনি প্রেসিডেন্ট লুলার নীতি নিয়েই এগিয়ে যাবেন। তাঁর প্রধান কাজ হবে দেশের ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা। তবে বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ ও ২০১৬ সালে অলিম্পিক গেমসের আয়োজন তাঁর মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
লুলা ২০০৩ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। পরে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন তিনি। আট বছরের শাসনামলে ব্রাজিলের অর্থনীতিকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়াই প্রেসিডেন্ট লুলার বড় অর্জন বলে ধরে নেওয়া হয়।

No comments

Powered by Blogger.