দেশেই ফিরে যাচ্ছেন রোনালদিনহো?

রোনালদিনহোর এসি মিলান-অধ্যায় তা হলে শেষই হচ্ছে? ঘটনা গড়াচ্ছে সেদিকেই। মিলান ত্যাগের কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদিনহো। এসি মিলানের দুবাই অনুশীলনে যোগ দিলেও সংবাদমাধ্যমে খবর, দুবাই থেকে ব্রাজিলে ফিরে যাওয়ার জন্য অনুশীলনে অনুপস্থিত রোনালদিনহো।গুঞ্জনটা গ্রীষ্মের দলবদলের সময়ই উঠেছিল, এসি মিলান ছেড়ে আমেরিকান মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যাচ্ছেন রোনালদিনহো। কিন্তু অনেক দিন বাতাসে চড়ে বেড়ানো গুঞ্জনটা মিথ্যে করে দেন মিলান সভাপতি ও মালিক সিলভিও বেরলুসকোনি। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুতার সুবাদেই রোনালদিনহো থেকে যান ইতালিতেই। কিন্তু কদিন না যেতেই আবার গুঞ্জন, মিলান ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা।রোনালদিনহো ফিরে যাচ্ছেন পুরোনো ঠিকানা ব্রাজিলের গ্রেমিওতে। ১৯৮৭ সালে এই ক্লাবেই ছোট্ট রোনির ফুটবলে হাতেখড়ি। ১৯৯৮ পর্যন্ত ১১ বছর যুবদলে কাটানোর পর নাম লেখান গ্রেমিওর সিনিয়র দলে। গ্রেমিও থেকে ২০০১ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে ইউরোপে আগমন। সেখান থেকে বার্সেলোনা হয়ে ২০০৮-তে যোগ দেন এসি মিলানে।জল যেভাবে গড়িয়েছে, তাতে রোনালদিনহোর মিলান ছেড়ে গ্রেমিওতে যাওয়াটা শুধুই সময়ের ব্যাপার। এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির কথায়ই সেটা স্পষ্ট, ‘আমরা তাঁর আনুষ্ঠানিক বিদায়ের অপেক্ষায় আছি।’ দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের মিলান ত্যাগের কারণ এই কোচ অ্যালেগ্রিই। বেরলুসকোনি রেখে দিলেও কোচ রিজার্ভ বেঞ্চকে বানিয়ে ফেলেন রোনালদিনহোর আসল জায়গা। ফলে এ মৌসুমে খুব বেশি মাঠেই নামা হয়নি নিজেকে হারিয়ে খোঁজা রোনালদিনহোর। তবে আপন ঠিকানায় ফিরে নিশ্চয়ই আবার নিজেকে প্রমাণের চেষ্টাই চালাবেন ৩০ বছর বয়সী ফুটবলার।

No comments

Powered by Blogger.